পদ্মকে গুনে গুনে গোল দেওয়ার কথা বলে তৃণমূল প্রার্থীর হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সায়নী জিতলে ৫ বছর মাথা নিচু করে মানুষের কাজ করবে।
আর সংসদে গেলে নরেন্দ্র মোদীর সরকার যদি জেতে তবে সায়নী ল্যাজেগোবরে করে ছাড়বে। ভাঙড়ের সভা থেকে এরপরেই বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ওদের জন্য দক্ষিণ ২৪ পরগনাই যথেষ্ট। জয়নগরে প্রতিমা মণ্ডল, মথুরাপুরে বাপি হালদার, ডায়মণ্ড হারবারে তিনি আর যাদবপুরে সায়নী ঘোষ। এই চারজনই বিজেপির জন্য যথেষ্ট। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও আক্রমণ করে অভিষেক বলেছেন ওঁর টিকি দিল্লিতে বাধা রয়েছে।