Friday, June 2, 2023
Top Newsসিঁদুর খেলে দেবী দুর্গাকে বিদায় ২১ পল্লিতে

সিঁদুর খেলে দেবী দুর্গাকে বিদায় ২১ পল্লিতে

 একাদশীতে সিঁদুর খেলে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়েছে বালিগঞ্জের ২১ পল্লিতে। সকাল থেকেই দেবীদুর্গাকে বরণের পর ২১ পল্লির পুজো মণ্ডপে সিঁদুর খেলায়  মাতেন সেলিব্রিটি থেকে স্থানীয় মহিলারা।
একে অপরকে সিঁদুর মাখিয়ে উৎসবে মেতে ওঠেন। সিঁদুর খেলার সঙ্গেই ডিজে আকাশের অসাধারণ মিউজিক রিদমে উদ্যাম নেচেছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা সহ অন্যান্য মডেল অভিনেত্রীরা। আর তাদের সঙ্গে তাল মিলিয়েছেন ২১ পল্লির পুজোর প্রেসিডেন্ট সুরেশ শেঠিয়া। ছিলেন সুধা শেঠিয়া, শ্বেতা চিরিমার সহ পুজো কর্মকর্তাদের স্ত্রীরাও। ২১ পল্লির মনোরম সিঁদুর খেলা উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। এদিকে পুজো শেষ হলেও একাদশীতেও উত্সব চলছে সুরুচি সংঘ,শ্রীভূমিতেও। বিকেলে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে মণ্ডপে মণ্ডপে। যা দেখে বোঝার উপায় নেই পুজো শেষ হয়েছে।

More News