আসানসোল জেলের সুপারের পর এবার সিউড়ি থানার আইসি-কে দিল্লিতে তলব করেছে ইডি। শনিবারই দিল্লিতে ইডির সদর দফতরে সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে হাজিরা দিতে বলা হয়েছে।
তাঁকে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আয়কর সংক্রান্ত নথি ও সম্পত্তির নথি নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের খুবই ঘনিষ্ঠ মহম্মদ আলি, এমনই দাবি করেছে ইডি।নিজাম প্যালেসে কয়েকদিন আগেই কয়লা পাচার মামলায় সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।কয়লা পাচার মামলার অন্যতম চক্রী অনুপ মাঝির থেকে প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ায় ভূমিকা ছিল আইসির। একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে মহম্মদ আলি শেখের নাম, এমনই খবর সূত্রের।