সিগনাল ছিল মেনলাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে। দুই রেলকর্তার কথোপকথনের অডিও ক্লিপ তুলে ধরে কুণাল ঘোষের প্রশ্ন গাফিলতির জেরেই কি এতবড় দুর্ঘটনা ঘটেছে।
টুইটে দুই রেল কর্তার কথোপকথনে এটাই স্পষ্ট হয়েছে দাবি করেছেন কুণাল। অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি লিখে বিষয়টি তদন্তসাপেক্ষ বলে উল্লেখ করেছেন। শেষে লিখেছেন, এই দুর্ঘটনার পিছনে বড়সড় গোলমাল থাকতে পারে। কুণাল ঘোষ যে অডিও ক্লিপ তুলে ধরেছেন তাতে দুই রেল কর্তার কথাতেই স্পষ্ট করমণ্ডল এক্সপ্রেসের সিগনাল মেনলাইনের থাকলেও, ট্রেনটি লুপলাইনে ঢুকে গিয়েছে। এবং সেখানে আগের থেকে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে গিয়ে ধাক্কা মেরেছে। যদিও কুণাল ঘোষের দেওয়া অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এসনিউজ।