Monday, September 25, 2023
Top Newsসিগন্যাল ত্রুটির কারণেই করমণ্ডল দুর্ঘটনা : রেল 

সিগন্যাল ত্রুটির কারণেই করমণ্ডল দুর্ঘটনা : রেল 

রেল বিপর্যস্ত বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু মিছিলের প্রাথমিক কারণ হিসাবে উঠে এসেছে সিগন্যালের ত্রুটি। ঘটনাস্থল পরিদর্শনের পর রেলের তরফে একটি যৌথ পরিদর্শন রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। তবে বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার কারণ আরও স্পষ্ট হবে।
ওই যৌথ পরিদর্শন রিপোর্টে বলা হয়েছে আপ মেন লাইনে সবুজ সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু ট্রেনটি সেই লাইনে ঢোকেইনি। ট্রেন ঢুকেছিল লুপ লাইনে। সেখানে আগে থেকে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। তার সঙ্গে সংঘর্ষে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। রিপোর্টে আরও দাবি এর মাঝে ডাউন লাইন দিয়ে বালেশ্বরের দিকে যাচ্ছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়।কিন্তু মেন লাইনে সবুজ সিগন্যাল পাওয়া সত্ত্বেও করমণ্ডল এক্সপ্রেস কী ভাবে লুপ লাইনে ঢুকে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। এ ক্ষেত্রে সিগন্যাল দেওয়ায় কোনও গোলমাল হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

More News

করমণ্ডল : মৃতদেহ শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা

0
করমণ্ডল দুর্ঘটনায় অশনাক্ত দেহগুলির দ্রুত চিহ্নিতকরণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে রেল।   করমণ্ডল দুর্ঘটনার পর...

করমণ্ডল দুর্ঘটনার মুহূর্তের ভিডিও প্রকাশ্যে

0
বালেশ্বরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই প্রকাশ্যে এসেছে ভয়াবহ করমণ্ডল দুর্ঘটনার মুহূর্তের ভিডিও। যদিও এই ভিডিওর...

মেদিনীপুরে মেডিক্যালে আহতদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

0
ওড়িশার কটক থেকে ফেরার পথে মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে করমণ্ডল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেছেন...