আদিত্যর ৭টি প্রধান যন্ত্রের অন্যতম সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ বা সুট-র নজরদারির দায়িত্বে রয়েছেন এই দিব্যেন্দুই। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির মাধ্যমে ছবি ফুটিয়ে তোলাই তাঁর কাজ। এর পাশাপাশি পৃথিবীর তড়িত্চুম্বকীয় ক্ষেত্রে বড় প্রভাব ফেলা সৌরড়ে সম্পর্কেও হদিশ দেবে এই টেলিস্কোপ। এদিকে চন্দ্রযান ৩-র সফল অভিযানের সঙ্গে যুক্ত থাকা বীরভূমের সিউড়ির দুই বাসিন্দা সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ও মল্লারপুরের বিজয় দাইও এই আদিত্য উৎক্ষেপণের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও কোচবিহারের পিনাকীরঞ্জন সরকারও রয়েছেন। একইরকমভাবে মুন মিশনের পর সান মিশনেও সামিল রানিগঞ্জের সানি মিত্র। আদিত্য এল ১ মিশনের সঙ্গে জুড়ে রয়েছেন ইসরোর এই বাঙালি ইঞ্জিনিয়ার। একইরকমভাবে আদিত্য মিশনের সঙ্গে সামিল হয়েছেন গড়িয়ার ছেলে ইসরোর বিজ্ঞানী শুভজিৎ ঘোষ।
সূর্যযানের সঙ্গে জুড়ল বঙ্গ সন্তানরাও

চন্দ্রাভিজানের মতই সূর্যযানের সঙ্গে জুড়ে রয়েছে বঙ্গ সন্তানরা। শুক্রবারই নদিয়ার হরিণঘাটা থেকে শ্রীহরিকোটায চলে গিয়েছিলেন আইসার কলকাতার সেন্টার অফ এক্সসেলেন্স ইন স্পেস সায়েন্স, ইন্ডিয়ার বিভাগীয় প্রধান দিব্যেন্দু নন্দী।
More News
চতুর্থবার কক্ষপথ পরিবর্তন আদিত্য-এল ১-র
চতুর্থবার কক্ষপথ সফলভাবে পরিবর্তন করেছেন ইসরোর সৌরযান আদিত্য-এল ১।যার জেরে সূর্যের দিকে আরও কিছুটা এগিয়ে...
দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন আদিত্য-এল ১-র
এবার দ্বিতীয়বার সফলভাবে কক্ষপথ পরিবর্তন করেছেন ইসরোর সৌরযান আদিত্য-এল ১। সূর্যের দিকে ধীরে ধীরে এগিয়ে...
২ সেপ্টেম্বর সূর্যের পথে আদিত্য এল-১
চন্দ্রযান ৩-র পর এবার ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশে পাড়ি দেবে ইসরোর মহাকাশযান আদিত্য এল-১।সোমবার একটি...