!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskসৃজনকে ঘিরে বিক্ষোভ-স্লোগান বারুইপুরে

    সৃজনকে ঘিরে বিক্ষোভ-স্লোগান বারুইপুরে

    Published on

    সাম্প্রতিক খবর

    সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব- র এলাকায়। সৃজন ভট্টাচার্য-কে উদ্দেশ্য করে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়।

    সিপিএম-র অভিযোগ, ১৫৩, ১৫৪, ১৫৫ ও ১৫৬ নম্বর বুথের মধ্যে দুটি বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে এলে যাদবপুরের বাম প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। সৃজনের অভিযোগ ছিল, বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষের জমায়েত ছিল। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশি হস্তক্ষেপে কোনও রকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। এদিকে, তৃণমূল কংগ্রেস কর্মীদের পাল্টা দাবি, শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে তাঁদের এলাকায়। কিন্তু সিপিএম প্রার্থী সৃজন এসে উত্তেজনা তৈরির চেষ্টা করেছেন। অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আটকৃষ্ণ রামপুরের বুথে ভুয়ো এজেন্ট বসে আছেন এমন খবর পেয়েই তাঁকে বুথ থেকে বের করে দেন প্রিসাইডিং অফিসার। এরপরই বুথের বাইরে সেই এজেন্টের সঙ্গে কার্যত হাতাহাতি হয় সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমানের। এলাকায় জমায়েত তৈরি হলে সেই ব্যক্তি মুখ লুকিয়ে পালান।

    Your ad here

    আরো খবর