দুর্গাপুজোয় ঠাকুর দেখতে দেখতে এবার অনলাইনে ভোট দিয়ে সেরা পুজো বেছে নিতে পারবেন দর্শকরাই। কলকাতার পুজো দেখতে আসা দর্শকদের জন্য উপহার কলকাতা পুরসভার।
ঢাকে কাঠি দিয়ে পুজোর প্রতিযোগিতা কলকাতা শ্রী ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন দেবাশিস কুমার, অভিনেত্রী ইশা সাহা। ঢাক বাজাতেও দেখা গেল তাঁদের ৷ কলকাতা শ্রী প্রতিযোগিতার উদ্বোধন করে মেয়র জানা দর্শকের চোখে সেরা দুর্গাপুজো কোনটা, তা এবার বেছে নেবেন দর্শকরাই ৷দশটি ক্যাটাগরির সঙ্গে এবার যুক্ত হল দর্শকের চোখে সেরা। কলকাতা কর্পোরেশনে সিংহ দুয়ারে শুক্রবার থেকেই আবেদন পত্র দেওয়া শুরু হয়েছে। আবেদন পত্র জমাও নেওয়া হবে এখানে। এছাড়া কর্পোরেশনের ওয়েবসাইট অনলাইনে ভোট দেওয়া যাবে। দর্শকের চোখে সেরা এই ক্যাটেগরিতে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর রাত বারোটা পর্যন্ত ভোট দেওয়া যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণেও প্রবেশ মূল্য নেই। কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিযোগিতার বিচারকমণ্ডলী আগামী ১৬ অক্টোবর থেকে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করবেন। তারাই বেছে নেবেন এবারে কলকাতা কর্পোরেশনের চোখে কোন পুজো সেরা কোন বিভাগে।