গরু, কয়লার পর এবার সোনা পাচারে নাম জড়িয়েছে তৃণমূল নেতার ছেলের। ৪ কেজি সোনা পাচারের অভিযোগে বনগাঁর প্রাক্তন পুরপ্রধানের ছেলে-শ্যালককে গ্রেফতার করেছে ডিআরআই বা ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টালিজেন্স।
রাজধানী এক্সপ্রেসে ২৬ টি সোনার বিস্কুট পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর ছেলে শুভ আঢ্য এবং শ্যালক অমিত ঘোষকে। জানা গিয়েছে জুলাই মাসে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টালিজেন্স রাজধানী এক্সপ্রেসে সোনা পাচারের মামলায় ২ জনকে গ্রেফতার করে। তাদের জেরা করে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে এবং শ্যালকের নাম জানতে পারেন ডিআরআই অফিসাররা। এরপর তদন্তে নেমে ফোন থেকে রাজধানী এক্সপ্রেসের টিকিট মেলে। এরপরেই ২ জনকে গ্রেফতার করে ডিআরআই।