সোমবার ২ দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতায় পৌঁছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন তিনি।
রাষ্ট্রপতিতে বরণ করতে প্রস্তুত ঠাকুরবাড়িও। রবিঠাকুরের বাড়ির আঙিনা আলপনায় ফুটিয়ে তোলা হয়েছে। এরপর সায়েন্স সিটি, নেতাজি ভবনে যাবেন তিনি। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা জানাবে রাজ্য সরকার। এরপর মঙ্গলবার প্রথমে বেলুড় মঠ এবং পরে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান শেষে দিল্লিতে ফিরে যাবেন রাষ্ট্রপতি।