Wednesday, February 21, 2024
কলকাতার সংবাদকাউন্সিলর বাপ্পা-দেবরাজের বাড়িতে সিবিআই, টানা জেরা

কাউন্সিলর বাপ্পা-দেবরাজের বাড়িতে সিবিআই, টানা জেরা

সোয়া ৫ ঘণ্টার সময় ধরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকালে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর পাটুলির বাড়িতে পৌঁছে যায় সিবিআই অফিসাররা।

এরপর সোয়া পাঁচ ঘণ্টা পর বাপ্পাদিত্যর বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা বাড়ি থেকে বেরনোর পর কাউন্সিলর বাপ্পাদিত্য জানিয়েছেন তিনি সবরকম সহযোগিতা করেছেন। বেশকিছু নথি মূলত দুটি ব্যাঙ্কে স্টেটমেন্ট, একটি মোবাইল ফোন এবং কিছু বায়োডেটা নিয়ে গিয়েছেন তদন্তকারী অফিসাররা। বাপ্পাদিত্যর দাবি এই বায়োডেটা গুলো পুরসভায় কন্ট্রাকচুয়াল নিয়োগের জন্যই তাঁর কাছে ছিল। এরসঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই। পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিছু প্রশ্ন করা হলেও অর্পিতা মুখোপাধ্যায় নিয়ে কোনও প্রশ্নই করেননি তদন্তকারী অফিসাররা।এদিকে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর রাজারহাট, দমদম পার্কের বাড়িতে হানা দেয় সিবিআই। দুপুর ১টার দিকে রাজারহাটের বাড়ি থেকে বেরিয়ে দেবরাজকে নিয়ে দমদম পার্কের বাড়িতে যান সিবিআই অফিসাররা। এরপর দুপুর পৌনে ৩টে নাগাদ তাঁরা সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। দেবরাজ জানিয়েছেন সকালে সিবিআইয়ের ৭ জনের একটি দল সার্চ ওয়ারেন্ট নিয়ে তাঁর বাড়িতে গিয়েছিল। সেইসময় বাড়িতে ছিলেন না দেবরাজ। পরে তল্লাশি চালায় সিবিআই। তবে দেবরাজের দাবি তাঁর বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কিছু পায়নি তদন্তকারী অফিসাররা।

More News

মিডলম্যান প্রসন্ন-কে গ্রেফতার করল ইডি

0
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন মিডলম্যান প্রসন্ন রায়। সোমবার...

প্রাথমিক নিয়োগ দুর্নীতি- পার্থ ঘনিষ্ঠের বাড়িতে হানা ইডির

0
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকাল থেকেই সক্রিয় হয়েছে ইডি। তদন্তকারীদের একটি দল এদিন...

সিবিএসই-র প্রশ্নফাঁস, নাকচ করল বোর্ড  

0
পরীক্ষা শুরু হওয়ার আগেই  প্রশ্ন হোয়াটসঅ্যাপে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন...