স্কুটিতে ম্যাটাডোরের ধাক্কায় দম্পতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বেহালায়। জানা গিয়েছে বেলারার পাঠক পাড়ার কাছে সিগনালে দাঁড়িয়েছিল স্কুটিটি। তখনই পিছন থেকে একটি ম্যাটাডোর ধাক্কা মারে স্কুটিটিতে।
গুরুতর আহত অবস্থায় ফজলু রহমান সর্দার এবং তাঁর স্ত্রী রুহি আনা সুলতানাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রুহিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। গুরুতর জখম অবস্থায় ফজলুকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানেই পরে মৃত্যু হয় ফজলু সর্দারের।