স্ত্রী ও কন্যা সন্তানকে কুপিয়ে খুন করে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবরায়। জানা গিয়েছে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিবাদ চলছিল সন্দীপ পাল এবং তাঁর স্ত্রী মৌসুমী পালের মধ্যে।
এই নিয়ে একাধিকবার সালিশি সবাই বসলেও কোন সমাধান সূত্র পাওয়া যায়নি। এরপরই বুধবার ভোররাতে স্ত্রী মৌসুমী ও বছর ৮এর কন্যা সন্তান সৌমিলি পাল-কে কুপিয়ে খুন করে হাবরা থানায় গিয়ে আত্মসমর্পন করে স্বামী সন্দীপ পাল। পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় শশুর সন্ন্যাসী পাল ও শাশুড়িকে আটক করেছে বাদুড়িয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।