১২ দিনের স্পেন-দুবাই সফর যে সফল। কলকাতায় ফিরে সেকথাই শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাসও দিয়েছে বিনিয়োগ আসছে রাজ্যে। বড় বড় চুক্তি হয়েছে।
শনিবার সন্ধেয় দমদম বিমানবন্দরেই নেমেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইয়ে বাণিজ্য সম্মেলন করেছেন। ফিকি এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স সবটাই আয়োজন করেছিল। এত সফল কর্মসূচি যে তিনি আগে দেখেন নি সেকথাও নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১২ দিনের সফরে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা, সংযুক্ত আরব আমিরশাহির দুবাই। এই তিন শহরেই তিনটি শিল্প সম্মেলনে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রবাসী বাঙালিদের সঙ্গে মিলিতও হয়েছে। শুধু শিল্পর লক্ষ্যেই বৈঠক নয়, ফুটবল এবং বইমেলাও এই সফরে বিশেষ জায়গা পেয়েছে। লা লিগার সঙ্গে কলকাতায় অ্যাকাডেমি গড়ার জন্য মউ স্বাক্ষর হয়েছে।