প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদে অপসারণের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্য।
সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন অপসারিত পর্ষদ সভাপতি মানিক। প্রাথমিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তদকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন মানিক। ২ সেপ্টেম্বর বিচারপতি সুব্রত তালুকদার এবং লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখে। এবার ডিভিশন বেঞ্চের নির্দেশকেই চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে গিয়েছেন। মামলায় যুক্ত সবপক্ষকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।