বিক্ষোভ দেখিয়ে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছেন।
পাশাপাশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করেছেন তিনি। স্বতঃপ্রণোদিত এই মামলার শুনানি হবে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। সোমবার থেকেই হাইকোর্টের বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন আইনজীবীদের একাংশ। এর জেরে সোমবার অন্তত ৪০০ টি গুরুত্ব মামলার শুনানি থমকে গিয়েছে। সোমবার বিচারপতির বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ একটা সময় হাতাহাতিতে পৌঁছয়। পাশাপাশি বিচারপতি মান্থার বাড়ি এবং হাইকোর্ট চত্বরে পোস্টার পড়ে। এই পরিস্থিতিতে হাইকোর্টের ওসিকে ডেকে পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। অন্যদিকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ঘটনায প্রধান বিচারপতির কাছে দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।