!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeHowrahহাওড়ায় শাহাদত জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক 

    হাওড়ায় শাহাদত জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক 

    Published on

    সাম্প্রতিক খবর

    জঙ্গি যোগে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রাজ্য এসটিএফ। মঙ্গলবার সকালে হাওড়া স্টেশন থেকে হারেজ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর শাখা শাহাদত সংগঠনের সদস্য মহম্মদ হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। মহম্মদ হাবিবুল্লাহকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এসটিএফ সূত্রে খবর, ধৃত হারেজ শেখের বয়স ২৭ বছর। বাড়ি নদিয়ার নবদ্বীপে। তদন্তকারীরা হারেজ শেখের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পানাগড়ের মহম্মদ হাবিবুল্লার সঙ্গে তাঁর কী যোগ রয়েছে, তা তদন্তকারীরা খতিয়ে দেখতে চাইছেন।এর আগে শনিবার জঙ্গিযোগে কাঁকসা থানার পানাগড়ের মীরেপাড়া থেকে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ হাবিবুল্লাহকে। ঘটনাচক্রে, পানাগড়েই ভারতীয় স্থলসেনা ও বায়ুসেনার ঘাঁটি রয়েছে। পুলিশ সূত্রে খবর, আনসার আল ইসলাম নামে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে বাংলাদেশে। আল কায়দা’র সঙ্গেও আনসার আল ইসলাম-এর যোগ রয়েছে। বাংলাদেশেও সক্রিয় সেটি। সেই সংগঠনেরই একটি শাখা শাহাদত-এর সঙ্গে যুক্ত ছিলেন মহম্মদ হাবিবুল্লাহ। তাঁর বিরুদ্ধে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁকসা থানায় মামলা দায়ের করা হয়।

     
    Your ad here

    আরো খবর