Sunday, June 4, 2023
খেলাহালান্ডের গোল বাতিল,ক্ষুব্ধ পেপ

হালান্ডের গোল বাতিল,ক্ষুব্ধ পেপ

শনিবার এফএ কাপ ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বি,সঙ্গে কোচ পেপ গুয়ার্দিওলার সামনে সুযোগ প্রথম বার প্রিমিয়ার লিগে নিজের ক্লাবকে ইউরোপ সেরা করার।  কারণ ঠিক সাত দিন পরেই কেভিন দ্য ব্রুইনরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে সেরি আ-র ক্লাব ইন্টার মিলানের।

 

ব্রাইটনের খেলার প্রশংসা করেও পেপ গুয়ার্দিওলা রেফারির সমালোচনা করেছেন আর্লিং হালান্ড নেটে জাল বল জড়িয়ে দেওয়ার পরেও গোল বাতিল হওয়ায়। রেফারির বক্তব্য, গোলে শট নেওয়ার সময় নরওয়ের তরুণ বিপক্ষের লেভি কলউইলের জার্সি টেনে ধরেছিলেন।হালান্ড গোলে শটটা নেন কোল পামারের ক্রস ধরে। যা বৈধতা পেলে হালান্ডের প্রিমিয়ার লিগের চলতি মরসুমের ৩৭তম গোল হয়ে যেত। রেফারি কিন্তু ভিডিয়ো প্রযুক্তির সাহায্য নিয়ে গোল বাতিল করেন।ক্ষুব্ধ গুয়ার্দিওলা বলেছেন, যদি এ ভাবে গোল করা দোষের হয়, তা হলে অন্তত পঁচিশটা ক্ষেত্রে জার্সি টেনে ক্রস দেয় ডিফেন্ডাররা। তাঁর কাছে পুরো ব্যাপারটাই অদ্ভুত মনে হয়েছে। যদিও এই সব ভুল সিদ্ধান্তে তাঁদের কিছু আসে যায় না। ক্লাব যেটা করার সেটা ঠিকই করে যাবে। অন্যদিকে,রবিবার ম্যান সিটি লিগে তাদের শেষ ম্যাচ খেলবে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে অথবা ড্র করলে ৯০ পয়েন্টে শেষ করবেন হালান্ডরা। এবং ম্যান সিটি গড়বে চার বার ইংলিশ প্রিমিয়ার লিগ ৯০ পয়েন্ট পেয়ে শেষ করার অনন্য নজির।

More News

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল

0
শেষ বাঁশি বাজা মাত্রই গর্জন শোনা গেল সেন্ট জেমস পার্কের গ্যালারিতে। উচ্ছ্বাসের স্রোত বয়ে গেল...

বায়ার্নকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি

0
চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে বড় জয় তুলে নিয়েছে পেপ গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে...

ফিরছেন হালান্ড,মাঠের বাইরে ভেরাত্তি

0
ক্লাব ও জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ মাঠের বাইরে থাকার পর মাঠে নামতে যাচ্ছেন আর্লিং...