ঠান্ডা লেগে বুকে ব্যথা অনুভব করায় জেল থেকে তড়িঘড়ি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার সময় তিনি সাংবাদিকদের নিজেই জানিয়েছেন বুকে পেন ভাই।
হাসপাতালে ইসিজি, চেস্ট এক্স রে করা হয়েছে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তাঁর ব্লাড প্রেসার, সুগার স্বাভাবিক রয়েছে। ওজনও ঠিক ঠাক রয়েছে। জেল সূত্রে খবর ঠান্ডায় কাবু হয়েছেন কেষ্ট। সর্দি, কাশি সঙ্গে হালকা জ্বরও এসেছে। তারমধ্যেই রবিবার হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন অনুব্রত। এদিকে গরুপাচার মামলায অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তত্পরতা শুরু করেছে ইডি। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার জেলে গিয়ে অনুব্রতকে একপ্রস্ত জেরাও করেছেন ইডি অফিসাররা। শুক্রবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বীরভূম জেলা তৃণমূলের সভাপতির নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আবেদন করেছিলেন ইডির আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন গ্রহণ হলেও বিচারক কোনও নির্দেশ দেননি। জানিয়ে দিয়েছে মঙ্গলবার ইডির আবেদনের শুনানি হবে।