১০০ দিনের কাজের টাকায় তৈরি হয়েছিল শান্তনুর গেস্ট হাউসের পাঁচিল। ১০০ দিনের সরকারি কাজের নাম করে গ্রামবাসীদের দিয়ে নিঝের কাজ করিয়ে নিয়েছেন বহিষ্কৃত যুব তণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ করেছেন এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান। অভিযোগ বলাগড়ে শান্তনুর যে রিসর্ট রয়েছে তার চারপাশে পাঁচিল ঘেরা হযেে বেশকিছু জমি।
১০০ দিনের কাজের টাকাতেই সেই কাজ করানো হযেে। একইসঙ্গে গ্রামবাসীদের অভিযোগ শান্তনুর রিসর্টের কাজ করেও তাঁরা প্রাপ্য টাকা পাননি। ওই রিসর্টের জমির ভিতরেই ১০০ দিনের কাজের ফলক লাগানো রয়েছে। এদিকে স্বামীর কোটি কোটি টাকার সম্পত্তির কথা জানতেন না বলে দাবি করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা। শনিবার সকাল থেকেই শান্তনুর সম্পত্তির খোঁজে হুগলির বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। কিন্তু স্বামীর নামে ২০ কোটি টাকার সম্পত্তি, ২৫-৩০টি অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা এতকিছুর কথা জানতেন না বলেই দাবি করেছেন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। তবে প্রিয়াঙ্কা জানিয়েছেন ধাবা, গেস্ট হাউস গত বছরে তৈরি হয়েছে। কোথা থেকে টাকা এসেছে সেটা শান্তনুই জানে। প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেউ অভিযোগ করতেই পারেন, তদন্ত চলছে, সব সময় সাপেক্ষ ব্যাপার। ধীরে ধীরে সব সত্য সামনে আসবে। তবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত কুন্তল ঘোষকে পাড়ার ছেলে হিসেবেই চিনতেন বলে দাবি করেছেন প্রিয়াঙ্কা।