১১ বছর ধরে ৪ হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুঠের অভিযোগ উঠেছে মালদার। মালদার কালিয়াচকের বাবুর বোনা এলাকায় রেশন ডিলার সইফুদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ।
গ্রামবাসীদের অভিযোগ ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত এভাবেই ৪ হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়েছেন সইফুদ্দিন। মালদার জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। খাদ্য সরবরাহ দফতরকে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলারের ছেলে। কিছুদিন আগে মালদার ভুয়োর রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল তৃণমূলের অঞ্চল।
সভাপতির রেশন ডিলারশিপ সাসপেন্ড করেছিল খাদ্য দফতর। ৮ কোটি জরিমানাও করাও হয়েছিল। এর বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ওই রেশন ডিলার।