ইডি এবং সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ তুলে ১৪ বিরোধী দলের মামলাটি শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। ৫ এপ্রিল এই মামলার শুনানি হবে।
১৪ দলের মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল, আপ, জেডি (ইউ), বিআরএস, আরজেডি, এসপি, শিবসেনা, এনসি, এনসিপি, বাম এবং ডিএমকে। মামলাকারী দলগুলির আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি পরিসংখ্যান তুলে ধরে বলেছেন, ৯৫ শতাংশ ক্ষেত্রে বিরোধী নেতানেত্রীদের বিরুদ্ধে সিবিআই-ইডি দিয়ে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি, গ্রেফতারির আগে এবং পরে তদন্তকারী সংস্থাগুলো যে নিয়ম মেনে চলে, সেগুলো লিখিত আকারে প্রকাশ করা হোক। বিরোধীরা বার বার অভিযোগ তুলেছে, বিজেপিতে যোগ দিলেই যেকোনও তদন্ত মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের নাম তুলে বিরোধীদের বার বার সোচ্চার হতে দেখা গিয়েছে। দুর্নীতি প্রসঙ্গে পাল্টা বিরোধীদের উদ্দেশে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী।সিবিআই-ইডিকে ‘অপব্যবহার’ করার অভিযোগ প্রসঙ্গে বিজেপির দাবি, সংস্থাগুলি ‘নিরপেক্ষ’ভাবেই কাজ করছে।