আবারও খারিজ হয়ে গিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির জামিন। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নওশাদ সহ অন্যান্যদের আবারও জেল হেফাজতেই থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। নওশাদের হয়ে বুধবার ব্যাঙ্কশাল আদালতে সওয়াল করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তিনি জানায় নওশাদের আগে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই, তাই এভাবে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখা অসাংবিধানিক। তবে পুলিশের তরফে নওশাদদের পুলিশ হেফাজত চাওয়া হয়। যদিও দুপক্ষের সওয়াল জবাব শোনার পরে বিচারক নওশাদদের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে, নওশাদের মুক্তির দাবিতে আদালতে বিক্ষোভ দেখাতে এসে গ্রেফতার হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার আইএসএফ-র জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা। পুলিশের দাবি ধর্মতলায় গণ্ডগোলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। যেহেতু আদালত চত্বর থেকে গ্রেফতার করা যায় না সেই মর্মে পিটিশনও দায়ের হয়েছে। ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের কর্মসূচিতে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগে নওশাদ সহ ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।