!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeSports২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি : সুয়ারেজ

    ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি : সুয়ারেজ

    Published on

    সাম্প্রতিক খবর

    ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালে খেলোয়াড়দের অবসর নিয়েই আলোচনা হয় বেশি।৩৭ বছর বয়সী লিওনেল মেসিকে নিয়েও ব্যতিক্রম কিছু হচ্ছে না।

    কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণের পর অবসরের আলোচনা আরো জোরে হয়েছে বা হচ্ছে।কেননা মেসির তো আর কোনো কিছু চাওয়ার নেই।ফুটবলে জেতা সম্ভব সম্ভাব্য সবকিছুই পেয়েছেন ৮বারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু যার অবসর নিয়ে কথা হচ্ছে তার কোনো সাড়া শব্দ নেই। মেসির অবসরের সঙ্গে আরেকটি বিষয়ে আলোচনা হচ্ছে ফুটবল অঙ্গনে।২০২৬ বিশ্বকাপে কি খেলবেন তিনি। দুটি বিষয় নিয়েই অনেকবারই আর্জেন্টিনার অধিনায়ককে প্রশ্ন করা হলেও সরাসরি কোনো উত্তর দেননি তিনি। অনেকটা মুখে কুলুপ এঁটে আছেন তিনি। সময় হলেই জানবেন এমন উত্তর দিয়ে পাশ কাটিয়ে যান বার্সেলোনার কিংবদন্তি।মানুষের মনের কথা জানা না গেলেও কিছুটা হলেও আঁচ পাওয়া যায়। আর সেই আঁচ পান পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা। সেই হিসেবে মেসির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম লুইস সুয়ারেজ। একসঙ্গে ইন্টার মায়ামির হয়ে মাঠও মাতাচ্ছেন তারা। একসঙ্গে থাকার কারণেই এবার বন্ধুকে নিয়ে একটা বার্তা দিয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা উরুগুয়ের স্ট্রাইকার।তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি।সম্প্রতি এক সাক্ষাৎকারে সুয়ারেজের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে অবসর নিচ্ছেন তার বন্ধু মেসি। এমন প্রশ্ন শুনে ৩৮ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির।

    অবসরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় না।শুধু সুয়ারেজ নন, মেসিকে বিশ্বকাপে দেখতে চান তার আর্জেন্টিনা দলের কোচ ও সতীর্থরাও।

    Your ad here

    আরো খবর