Wednesday, September 27, 2023
পুরুলিয়া'২১শে ঝালদার আস্থাভোট' 

‘২১শে ঝালদার আস্থাভোট’ 

ঝালদা পুরসভার আস্থা ভোটে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আস্থা ভোট হবে ২১ নভেম্বর। নির্দেশে দিয়ে এমনটাই জানিয়েছে আদালত।৩ বিরোধী কাউন্সিলরের ৪  নভেম্বরের জারি করা নোটিস খারিজ করলেন বিচারপতি অমৃতা সিন্হা।

বিরোধী কাউন্সিলরদের নোটিস খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার। সেই মামলাতেই এই নির্দেশ হাইকোর্টের। এদিন বিরোধীরা তলবি সভা ডেকেছিল ঝালদা পুরসভায়। যার জেরে শহরজুড়ে ছিল নিরাপত্তার ঘেরাটোপ। জারি হয়েছিল ১৪৪ ধারা। ১২ আসনের ঝালদা পুরসভার ভোটে ৫টি করে আসন ছিল কংগ্রেস ও তৃণমূলের। ২টি আসন দখল করে নির্দল। বোর্ড গঠন নিয়ে তৃণমূল-কংগ্রেস দ্বৈরথের মধ্যে গত ১৩ মার্চ খুন হন কংগ্রেসের জয়ী প্রার্থী তপন কান্দু। তা নিয়ে চরমে ওঠে দু’দলের দ্বন্দ্ব। তার মধ্যেই নির্দল প্রার্থী, শীলা চট্টোপাধ্যায়ের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল।পরে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে কাকা তপন কান্দুর আসনে জয়ী হন ভাইপো মিঠুন কান্দু।

More News

হাইকোর্টের তোপের মুখে কলেজ সার্ভিস কমিশন 

0
স্কুল সার্ভিস কমিশনের পর এবার আদালতে তোপের মুখে কলেজ সার্ভিস কমিশন। প্যানেল প্রকাশ হল, অথচ...

৩৫টি ভুয়ো অ্যাকাউন্ট, যুক্ত পার্থও, সিবিআই রিপোর্ট

0
নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতা হাইকোর্টে পেশ করা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে...

রানিনগর : বোর্ড গঠনে ফের স্থগিতাদেশ

0
মুর্শিদাবাদের রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে আবার স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। ২৯...