বিজেপির বিমাতৃসুলভ আচরণে বিরক্ত শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের ২২ বিধায়ক এবং ৯ সাংসদ শিবির ছেড়ে বেরিয়ে যেতে চান। এমনই দাবি করা হয়েছে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের মুখপত্র সামনায়।
সেখানে বলা হয়েছে, মহাবিকাশ আঘাডী জোট ভেঙে বিজেপির সঙ্গে গেলেও নির্বাচনী কেন্দ্রের জন্য কিছুই কাজ করতে পারছেন না জনপ্রতিনিধিরা। বিজেপির সঙ্গে জোটে থেকে তাদের দমবন্ধ অবস্থা। তাই ২২ বিধায়ক এবং ৯ সাংসদ একনাথ শিন্ডে শিবিরে থাকতে চাইছেন না। তাঁরা সকলেই বিজেপির বিমাতৃসুলভ আচরণে বিরক্ত হয়ে দল ছাড়ার কথা ভাবছেন। সামনায় তুলে আনা হয়েছে বিদ্রোহী তথা প্রবীণ শিবসেনা নেতা গজানন কির্তিকরের সম্প্রতি কিছু মন্তব্যকেও। যেখানে গজানন কির্তিকর জানিয়েছিলেন, বিজেপির ব্যবহারে তাঁরা বিরক্ত। শিবসেনা ২২ টি লোকসভার আসনে লড়াই করতে চায়।ইতিমধ্যে তাঁরা বিজেপির কাছে আসনের দাবিও জানিয়েছেন। যদিও বিজেপি তাদের পাঁচ থেকে সাতটির বেশি আসন দিতে রাজি নয়।