ডিএ আন্দোলনের পাল্টা হাজরায় তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সভা থেকে সুর চড়িয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন ২০২৪-এ লোকসভা ভোটে বিজেপি হেরে গেলেই রাজ্য তার প্রাপ্য পাওনা পেয়ে যাবে। এরপরে ডিএ দিতে আর কোনও সমস্যা হবে না। তাঁর দাবি কেন্দ্রীয় সরকার রাজ্যের বকেয়া আটকে রেখেছে বলেই সমস্যা হচ্ছে। এই সভায় হাজির ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্রাত্য বসুরা। সেখানেই বামপন্থী সরকারি কর্মচারীদের আন্দোলনের যৌক্তিকতা নিযে প্রশ্ন তুলেছেন নেতারা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন কেন্দ্র টাকা আটকে রাখা সত্ত্বেও মুখ্যমন্ত্রী গরিব মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্প চালিয়ে যাচ্ছেন।