একতরফা ভাবেই ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছে। দিল্লির যন্তরমন্তরে চাকরিহারাদের বিক্ষোভের দিনেই নেতাজি ইন্ডোরের সভা থেকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
আদালতের রায়কে খোঁচা দিয়ে বলেছেন অনেক সময় বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে। ফের একবার বলেছেন চাকরি বাতিলের পিছনে বাম-বিজেপির চক্রান্ত এবং আদালতের একতরফা মনোভাবই এর জন্য দায়ী। তাঁর কথায় এঁরাই এতজনের চাকরি খেয়েছে। আবার এরাও কথা বলছে। এর আগে গত চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ মাসের জন্য ধৈর্যও ধরতে বলেছিলেন। এরইমধ্যে শিক্ষামন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরির কথা বলেছেন। এজন্য ১০ দিনের সময়ও চেয়ে নিয়েছিলেন। তারপরেও আন্দোলনের ঝাঁঝ এতটুকুও কমেনি।
উল্টে দিল্লিতে আন্দোলন পৌঁছে দিতে যন্তরমন্তরে অবস্থান শুরু করেছেন চাকরিহারারা।