২৯ জামাই-মেয়েকে নিয়ে ষষ্ঠী পালন মদনের

0
183
29 jamai maye k niye shasti palon Madan er
29 jamai maye k niye shasti palon Madan er
২৯ জন মেয়ে জামাইকে নিয়ে অভিনব জামাই ষষ্ঠী পালন করলেন মদন মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার সংস্কৃতি নিয়ে বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
ভবানীপুরে জমকালো অনুষ্ঠানে জামাইরা ধুতি-পাঞ্জাবি ব্যান্ডের তালে পা মিলিয়েছেন। ছিল দেদার খাওয়া দাওয়ার আয়োজনও। আম-লিচু, দই-মিষ্টি সহযোগে পঞ্চব্যাঞ্জন সাজিয়ে জামাইদের বরণ করা হয়। ধুতি পাঞ্জাবিতে মদন মিত্রও ছিলেন জামাইয়ের বেশে। হাজির সদ্য সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। কেন ২৯ জন জামাই-মেয়েকে নিয়ে জামাইষষ্ঠী পালন করা হয়েছে, সেই প্রশ্নে মদন মিত্র-র সোজাসাপটা উত্তর তৃণমূলের লোকসভার আসন তো ২৯, তাই জামাই-মেয়ের সংখ্যাও ২৯।