২৯ জন মেয়ে জামাইকে নিয়ে অভিনব জামাই ষষ্ঠী পালন করলেন মদন মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার সংস্কৃতি নিয়ে বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
ভবানীপুরে জমকালো অনুষ্ঠানে জামাইরা ধুতি-পাঞ্জাবি ব্যান্ডের তালে পা মিলিয়েছেন। ছিল দেদার খাওয়া দাওয়ার আয়োজনও। আম-লিচু, দই-মিষ্টি সহযোগে পঞ্চব্যাঞ্জন সাজিয়ে জামাইদের বরণ করা হয়। ধুতি পাঞ্জাবিতে মদন মিত্রও ছিলেন জামাইয়ের বেশে। হাজির সদ্য সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। কেন ২৯ জন জামাই-মেয়েকে নিয়ে জামাইষষ্ঠী পালন করা হয়েছে, সেই প্রশ্নে মদন মিত্র-র সোজাসাপটা উত্তর তৃণমূলের লোকসভার আসন তো ২৯, তাই জামাই-মেয়ের সংখ্যাও ২৯।