দুই মানবাধিকার কর্মীর ২ বছরের কারাদণ্ডের পরে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সমালোচনায় ফের চাপে বাংলাদেশের শেখ হাসিনা সরকার।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা দাবি করে ১২ দিন পথে নামার কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা অন্য কয়েকটি দল।বিরোধী দলের নেতা-কর্মীদের উপরে হেনস্থার অভিযোগ করে সর্বদা সরব হয় মানবাধিকার সংগঠন অধিকার। তাদের নেতা-কর্মীদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাওয়ার পর থেকে কোনও খোঁজ নেই, বিএনপির এই অভিযোগ নিয়ে রিপোর্ট তৈরি করছিল অধিকার।এরপরেই সংগঠনের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানকে পুরনো একটি মামলায় সম্প্রতি ২ বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।তাদের এই কারাদণ্ডের জন্য ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছে ও বিরোধীদের হেনস্থা বন্ধ করার পরামর্শ শেখ হাসিনা সরকারকে দেওয়া হয়েছে। ফ্রান্স, আমেরিকা ও রাষ্ট্রপুঞ্জও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরির কথা বলেছে।