জেলে থেকে ওজন কমেছে অনুব্রত মণ্ডলের। ২ মাসে ৯ কেজি ওজন কমেছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির।
১১০ কেজি থেকে অনুব্রতর ওজন ১০১ কেজি হয়েছে। মঙ্গলবার গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলের আবারও স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সকালে আসানসোল জেল থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। জেল সূত্রে এটিকে রুটিন চেক আপ বলেই জানানো হয়েছে। জেল থেকে বেড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়েছেন অনুব্রত। এদিকে অনুব্রত মণ্ডল জেলে থাকায় কার্যত নমো নমো করেই এবছর বোলপুরে দলীয় কার্যালয়ে শ্যামাপুজো হয়েছে। এটিই অনুব্রত মণ্ডলের পুজো নামেই পরিচিত। গতবছরও ৫৭০ ভরি সোনার গয়নায় কালীমূর্তিকে নিজেই সাজিয়েছিলেন অনুব্রত। কিন্তু এবার মাত্র ৪০ ভরি সোনায় সেজেছিল কালীমূর্তি। এনিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা।