৩৫ আসন পেলে ৬ মাসের মধ্যে এরাজ্যে সরকার পাল্টে যাবে। অমিত শাহ-র ৩৫ আসনের টার্গেট বেধে দিতেই সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ।
তিনি বলেছেন তৃণমূল ৪২ আসন পেলেও সেই কাটমানি চলবে, বন্ধ হবে না। আর বিজেপি জিতলে যে কাজ থমকে আছে সেটা গতি পাবে। ৩৫ আসন জিতলে ৬ মাসের মধ্যে আর তৃণমূল সরকার থাকবে না। চাকরিচুরি, দুর্নীতি, কাটমানি পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে। মঙ্গলবারই এরাজ্যে প্রচারে এসে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেধেছেন অমিত শাহ।