৪ জুন ইন্ডিয়া জোটের উদ্দেশ্যে সবচেয়ে বড় আঘাত হবে। মঙ্গলবার এমনভাবেই তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, এই আঘাত দেশের দুর্নীতির ওপর আঘাত। এই আঘাত তুষ্টিকরণের রাজনীতিতে। এই আঘাত টুকরে টুকরে গ্যাং-র ওপর। এদিন এক্সপোস্টেও নিশানা করেছেন কংগ্রেস সহ ইন্ডিয়া জোটকে। তিনি লিখেছেন, ইন্ডিয়া জোট যেকোনো ভোটব্যাংকের রাজনীতি করতে পারে। জনগণ তাদের বিশ্বাস করবে না। ইন্ডিয়া জোট নিয়ে তাঁরা হতাশ। নির্বাচনের পঞ্চম দফায় যারা ভোট দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, এনডিএ-র প্রতি সমর্থনের ঢেউ ক্রমশ শক্তিশালী হচ্ছে। ভারতের জনগণ কেন্দ্রে একটি শক্তিশালী এনডিএ সরকার চায় । বিরোধীরা হেরে গিয়েছে , ওদের হার দেখবে গোটা বিশ্ব।