কয়েকদিন পিছিয়ে ৪ জুন দেশে আসবে বর্ষা। এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। প্রতিবছর জুন মাসের প্রথম দিকেই কেরালা দিয়ে দেশে বর্ষা ঢোকে।
এবার কয়েকদিন দেরি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। জানা গিয়েছে, ২০১৮ এবং ২০২২ সালে নির্ধারিত সময়ে আগেই বর্ষা এসেছিল দেশে। ২০১৯ এবং ২০২১ সালে নির্দিষ্ট সময়ে কয়েক দিন পর বর্ষা ঢুকেছিল দেশে। ২০১৯ সালে বর্ষা ঢুকেছিল ৮ জুন। ২০২০ সালে ১ জুন বর্ষা ঢুকেছিল দেশে। ২০২১ সালে ৩ জুন দেশে পা রেখেছিল বর্ষা। কেরালায় বর্ষা ঢোকার পরে ঠিক হবে পশ্চিমবঙ্গে কবে আসবে বর্ষা। বিগত কয়েকদিন ধরে তাপপ্রবাহে পুড়েছে দেশ। তীব্র গরম থেকে বাঁচতে বর্ষার অপেক্ষায় দেশবাসী।