Wednesday, September 27, 2023
পশ্চিম মেদিনীপুর৪ দিনে কুড়মিদের অবরোধ

৪ দিনে কুড়মিদের অবরোধ

চারদিনে পড়ল আদিবাসী জনজাতি গোষ্ঠী কুড়মিদের রেল ও সড়ক অবরোধ।কুড়মিদের তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ।

খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলছে। এর জেরে ওই লাইনে বিপর্যস্ত রেল পরিষেবা। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় কয়েক কিলোমিটার ধরে দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক। চরম দুর্ভোগে পড়েছেন চারদিন ধরে আটকে থাকা ট্রাক চালকরা। তাঁদের অভিযোগ, অনেক দাম দিয়ে জল কিনতে হচ্ছে। ঠিকমতো খাবার মিলছে না। ছাড় দেওয়া হচ্ছে না জরুরি পরিষেবাকেও। দীর্ঘ যানজট, মাইলের পর মাইল দাঁড়িয়ে গাড়ি।

More News

জেলে বসেই ডাকাতির ছক পুরুলিয়ার ডাকাতদের

0
পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির ছক কষা হয়েছিল জেলে বসেই। ধৃতদের জেরা করে...

পুরুলিয়ার  ডাকাতির ঘটনায় আটক পরিবার সহ টোটোচালক

0
পুরুলিয়ায় সেনকো গোল্ডে ডাকাতির ঘটনায় এক টোটোচালক ও তার পরিবারকে জেরার জন্য আটক করেছে পুলিশ।...

একই সময়ে রানাঘাট-পুরুলিয়ায় সেনকো গোল্ডে ডাকাতি

0
প্রায় একই সময়ে পুরুলিয়া এবং রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে কয়েক  কোটি টাকার সোনার গয়না লুঠে...