অবশেষে কারফিউ শিথিল করা হয়েছে অশান্ত মণিপুরে। শুক্রবার ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাত ঘন্টার জন্য কারফিউ শিথিল করেছে মণিপুর সরকার।তবে রাজ্যজুড়ে এখনও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিমের জেলাশাসকরা এদিন এই বিষয়ে দুটি পৃথক আদেশ জারি করেছেন। তাতে বলা হয়েছে, সাধারণ মানুষ যাতে ওষুধ এবং খাদ্য-সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, তার জন্যই কারফিউ শিথিল করা হয়েছে। তবে এই ৭ ঘণ্টার পরও কারফিউ-এর হাত থেকে অব্যাহতি পাবেন স্বাস্থ্য, বিদ্যুৎ, পিএইচইডি, সংবাদমাধ্যম এবং আদালতের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। চলতি মাসের শুরুতেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে মণিপুরে কারফিউ জারি করা হয়েছিল। তারপর তা শিথিল করা হলেও, সোমবার ইম্ফলে নতুন করে অশান্তিতে ফের কঠোর কারফিউ জারি করা হয়েছিল।