!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

27.5 C
Kolkata
27.5 C
Kolkata
More
    HomeNewsdesk৪ রাজ্যে তাপপ্রবাহ, গরমে বিধ্বস্ত দিল্লি   

    ৪ রাজ্যে তাপপ্রবাহ, গরমে বিধ্বস্ত দিল্লি   

    Published on

    সাম্প্রতিক খবর

    পশ্চিমবঙ্গ স্বস্তি পেলেও দেশের চার রাজ্যে দাপটের সঙ্গে চলছে তাপপ্রবাহ। তারমধ্যে রয়েছে গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু এবং কর্নাটক। তীব্র গরমে পুড়ছে দিল্লিও।

    মঙ্গলবার রাজধানীর তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি। এই মরসুমে দিল্লিতে রবিবার তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সেই তাপমাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে।  পূর্ব ভারতের একাংশে তাপপ্রবাহের দাপট কমলেও দেশের বাকি অংশে কিন্তু একই পরিস্থিতি বজায় রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাটে আগামী তিন দিন তাপপ্রবাহ চলবে। কেরলে আগামী দু’দিন গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সোমবারেও তামিলনাড়ু, ওড়িশা, কর্নাটক এবং তেলঙ্গানায় তাপপ্রবাহ হয়েছে বলে মৌসম ভবন সূত্রে খবর। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ঝাড়খণ্ডেক সরাইকেলায়।৪৫.১ ডিগ্রি সেলসিয়াস।তারপর অন্ধ্রপ্রদেশের কুর্নুল এবং কর্নাটকের গুলবর্গা। এই দুই জায়গায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

    Your ad here

    আরো খবর