পুজোর মুখে ৬২ লাখেরও বেশি রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে রাজ্য সরকার। ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিধানসভায় জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
অস্তিত্বহীন, মৃত এবং নকল মিলিয়ে ৬২ লাখ ২৪ হাজারের বেশি রেশন কার্ড ব্লক করা হয়েছে। প্রয়োজনে আবার অ্যাকটিভ করতে পারবেন মানুষজন। ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে রাজ্য। তিনি আরও জানিয়েছেন রাজ্যে অ্যাকটিভ কার্ডের সংখ্যা ৮ কোটি ৯৭ লাখ। দুয়ারে সরকারের মাধ্যমে ৬৬ লাখ নতুন রেশন কার্ড তৈরিও করা হয়েছে।