Wednesday, May 31, 2023
Top News৭ ঘণ্টা পর সিবিআই দফতর ছাড়লেন লালু-পুত্র ও কন্যা     

৭ ঘণ্টা পর সিবিআই দফতর ছাড়লেন লালু-পুত্র ও কন্যা     

জমি-দুর্নীতি মামলায় দিল্লির সিবিআই দফতরে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেড়িয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালু প্রসাদের মেয়ে মিশা ভারতী।
সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে ইতিমধ্যে ৬০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে। যার মধ্যে ৩৫০ কোটি টাকা স্থাবর সম্পত্তি ও ২৫০ কোটি টাকা বিভিন্ন সময়ে নামে-বেনামে আর্থিক লেনদেন করা হয়েছে ব্যাঙ্ক অক্কোউন্টে। জমি নিয়ে চাকরি দুর্নীতি মামলায় তিনবার সিবিআই হাজিরা এড়ানোর পর শনিবার দিল্লিতে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জমির বদলে চাকরি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে লালু-পুত্রকে তিন বার সমন পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তিন বারই তিনি তা এড়িয়ে যান। সমন খারিজ করার আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন তেজস্বী। তাঁর আবেদন ছিল, যে সময় এই দুর্নীতি হয়েছে বলে তদন্তকারী সংস্থা দাবি করছে, সেই সময় তিনি নাবালক ছিলেন। এই মামলায় প্রাথমিক ভাবে অভিযোগ রয়েছে তাঁর বাবা লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। এর পাশাপাশি, বিহারে না ডেকে কেন তাঁকে দিল্লির সিবিআই দফতরে তলব করা হয়েছে, তা নিয়েও আপত্তি জানিয়েছিলেন তেজস্বী।সিবিআইয়ের অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউপিএ সরকারের রেলমন্ত্রী হিসাবে লালু প্রসাদের আমলে, কোনও বিজ্ঞাপন বা জনবিজ্ঞপ্তি ছাড়াই নিয়ম ও পদ্ধতি লঙ্ঘন করে পছন্দের প্রার্থীদের রেলে নিয়োগ করা হয়েছিল।

More News

নিয়োগ দুর্নীতিতে জামিন লালুপ্রসাদ-রাবড়ির 

0
জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। বুধবার দিল্লির রাউস...