সুপ্রিম কোর্টের স্থগিতদেশের পরই প্রাথমিকে চাকরি যাওয়া ২৬৯ জন পুনরায় তারা চাকরি নিজ নিজ স্কুলে যোগদান করতে পারবেন বলে ২২টি জেলার শিক্ষা সংসদকে নোটিশ পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
অন্যদিকে, চাকরি যাওয়া সাত বছর পর নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন ২০১৪-র সালের টেট উত্তীর্ণরা। একইসাথে সার্টিফিকেটও পাবেন তারা। এই সপ্তাহের মধ্যেই নিজেদের নম্বর জানতে পারবেন তারা এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। ২০১৪-র টেট উত্তীর্ণর চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার। একইসাথে ২০১৭-র টেট উত্তীর্ণরাও তাদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন। বস্তুত, ২০১৭-র টেট উত্তীর্ণর চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ৯ হাজার ৮৯৬ জন।এর ফলে চাকরিপ্রার্থীদের অনেকটাই সুবিধা হবে। তাঁরা বুঝতে পারবেন, যে লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন। শিগগিরই তাঁদের হতে তুলে দেওয়া হবে শংসাপত্র। ২০২২ সালের ডিসেম্বরে যে নতুন টেট পরীক্ষা হবে, তার ফলাফল প্রকাশের সময় বিস্তারিত ভাবে জানানো হবে নম্বর। জানিয়েছেন পর্ষদ সভাপতি।