পশ্চিমবঙ্গের বকেয়ার দাবির মধ্যেই ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি ঘোষণা করেছে কেন্দ্র। বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, আগামী অর্থবর্ষ থেকে ১০০ দিনের কাজের মজুরি বাড়বে। তবে সব রাজ্যে এক রকম নয়। হরিয়ানায় ১০০ দিনের কাজের মজুরি সবথেকে বেশি হতে চলেছে।
দিনে ৩৫৭ টাকা। আর সব থেকে কম মজুরি হতে চলেছে ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশে। সেখানে এক দিনের মজুরি হতে চলেছে ২২১ টাকা। ২০০৫ সালের মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনের ৬(১) ধারায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার বিজ্ঞপ্তি দিয়ে ৭ থেকে ২৪ টাকা পর্যন্ত দিন মজুরি বাড়িয়েছে কেন্দ্র। ১ এপ্রিল থেকে তা কার্যকর করা হবে। ১০০ দিনের কাজের ক্ষেত্রে গত বছরের তুলনায় এই বছর দৈনিক মজুরি সবথেকে বেশি বেড়েছে রাজস্থানে। বিহার, ঝাড়খণ্ডে গত বছরের তুলনায় এই বছর ১০০ দিনের কাজের দৈনিক মজুরি বেড়েছে আট শতাংশ। ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশে দৈনিক মজুরি সারা দেশে সবথেকে কম। কর্নাটক, গোয়া, মেঘালয়, মণিপুরে ১০০ দিনের কাজে দৈনিক মজুরি খুব কম হারে বেড়েছে।