বিহারে বিষমদ পান করে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।
ঔরাঙ্গাবাদের ম্যাজিস্ট্রেট সৌরভ জোরওয়াল বলেছেন, ওই বিষমদ ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল। গয়া ও ঔরাঙ্গাবাদে গ্রামগুলিতে বিক্রি করা হয় ওই বিষমদ। এরপরেই গ্রামবাসীরা ওই বিষমদ পান করে অসুস্থ হয়ে পড়েন।এখনও পর্যন্ত বিষমদ পান করে ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় বিষমদ সরবরাহকারী সহ মোট ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অর্জুন চৌধুরী জানিয়েছেন, তাদের অনুমান ওই বিষমদে মিথাইল অ্যালকোহল ছিল।রোগীদের চোখের সমস্যা এবং নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। বিষমদ খাওয়ার এক ঘন্টা পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।