ভারতে পাচারের আগেই প্রায় ১৬ কোটি টাকার সোনা-সহ বাংলাদেশের ২ যুবককে গ্রেফতার করেছে বিজিবি। জানা গিয়েছে, যশোরের বেনাপোল থেকে ১১২ টি সোনার বারগুলি উদ্ধার করা হয়েছে।
বেনাপোল বন্দর থানার আমড়াখালী চেকপোস্ট এলাকায় একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে এই সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ওমর ফারুক এবং ফরহাদ সরকার। অভিযুক্ত দুই যুবকই কুমিল্লার বাসিন্দা।সূত্রের খবর, উদ্ধার হওয়া ১১২টি সোনার বারের ওজন প্রায় ১৭ কেজি। বাংলাদেশের বাজারে যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। বিজিবি মনে করছে, উদ্ধার হওয়া সোনার এই বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।