প্রবল বৃষ্টিতে কঙ্গোয় ধস নেমে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে কঙ্গো নদীর পাশে মোঙ্গালা প্রদেশের লিসাই শহরে।
কয়েক দিন ধরে সেখানে মুষলধারে বৃষ্টি চলছে। সেই কারণেই পাহাড়ে ধস নামে। পাহাড়ের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে গিয়েছে অনেক বাড়ি। বাড়িগুলি পাহাড়ের পাদদেশে তৈরি করা হয়েছিল। ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।ইতিমধ্যে বৃষ্টি মাথায় নিয়েই উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। মোঙ্গালা প্রদেশের গভর্নর জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে এই বিপর্যয়। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করার জন্য আরও উন্নত যন্ত্র প্রয়োজন। দুর্ঘটনাগ্রস্তদের বাঁচানোর সবরকম চেষ্টা প্রশাসন করবে।কঙ্গোয় ধসের ঘটনা প্রায়শই ঘটে থাকে। সেখানে যে সোনার খনি রয়েছে, তাতেও ধস নামে প্রায়ই।