বাংলদেশে পদ্মা সেতুর রাস্তায় একটি যাত্রিবোঝাই বাস রেলিং ভেঙে খাদে পড়ে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।আহতের সংখ্যা ৩০-এর বেশি। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা।
জানা গিয়েছে, রবিবার ভোরে খুলনা থেকে ওই বাসটি ছাড়ে। গন্তব্য ছিল রাজধানী ঢাকা। সকাল সাড়ে সাতটা নাগাদ ইমাদ পরিবহণের যাত্রিবোঝাই বাসটি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় বাসের চালক স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ হারান। এরপরেই পদ্মা সেতুর আগে মহাসড়কের রেলিং ভেঙে পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।খবর পেয়েই ঘটনাস্হলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। এখনও পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ৩০ জনেরও বেশি যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ফরিদপুরের দমকল আধিকারিক শিপলু আহমেদ বলেছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসের টায়ার ফেটে যায়। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা।