পাকিস্তানে সেনা ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান গোষ্ঠীর বিদ্রোহীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে সংঘর্ষে নিহত হয়েছেন ৮ টিটিপি যোদ্ধাও।
পাক সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস –এর তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে দক্ষিণ ওয়াজিরিস্তানের জাঙ্ঘারা এলাকায় টিটিপির ডেরায় অভিযান চালানো হয়েছিল। অভিযানে দুই সেনা জওয়ান আহত হয়েছেন। পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে নভেম্বরে ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা গোপন অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে।