এবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় শ্রীনগর এলাকায় চলল গুলি। শ্যুটআউটের ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
ইমারতি ব্যবসায়ী রাজু ঘোষ এবং তাঁর সঙ্গী শান্তনু রায়কে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১২ টা নাগাদ শ্রীনগর এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ছোড়া হয় বোমাও। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। এদিকে ব্যারাকপুরের মোহনপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডের ঘটনায অভিষেক ঝা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি মোহনপুরেই। ধৃতকে আদালতে তোলা হয়ে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিষেককে জেরা করে বাকিদের খোঁজ চালানোর চেষ্টা করছে পুলিশ। এদিকে নদীয়ার সুলতানপুরে শ্যুটআউট ঘটনায় এক সোনার দোকানের মালিক গুলিবিদ্ধ হয়েছেন। বেথুয়াডহরীতে সোনার দোকান বন্ধ করার সময় ওই ব্যবসায়ীকে গুলি চালায় দুষ্কৃতীরা।