আদালতের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন এসএসসি-র ২ কর্তা সমরজিৎ আচার্য এবং অলোক সরকার।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সন্ধে ৬ টার মধ্যে সিবিআই দফতরে শিক্ষা দফতরের পূর্বতন ডেপুটি ডিরেক্টর অলোককুমার সরকার এবং এসএসসি-র তত্কালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমত ৬টা বাজার আগেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন এসএসসি-র ২ কর্তা। এদিকে বুধবার এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই। আদালতে স্টেটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। অলোককুমার সরকারের নামে প্রথম এফআইআর দায়ের করেছে সিবিআই। জানা গিয়েছে অলোক ছাড়াও এই এফআইআর-এ আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম রয়েছে। এফআইআর-এ অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, জেনেশুনো ভুয়ো নথি ব্যবহার করা ইত্যাদি ধারায় মামলা দায়ের করেছে সিবিআই। বুধবারই হাইকোর্টের শুনানিতে এই এফআইআর সহ তদন্ত রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে সিবিআই। এর আগে এই মামলায় তদকালীন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার জবানবন্দি নেয় হাইকোর্ট। এদিকে আদালতে শান্তিপ্রসাদ আইনজীবী মারফত্ জানিয়েছেন পুলিশের নিয়ে যাওয়ার দরকার পড়বে না, সিবিআই যখন ডাকবে তখনই সহযোগিতা পাবে।