বাংলাদেশে দূষণ রোধে ২৫০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক। বাংলাদেশে এনভায়রনমেন্টাল সাসটেনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন নামে এই প্রকল্পকে চালানোর আগামী ৩৫ বছর পর্যন্ত বিশ্ব ব্যাঙ্কের তরফে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিশ্ব ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, পিপিপি মডেলের মাধ্যমে বাংলাদেশের দূষণ প্রতিরোধ করা হবে। এই প্রকলের সাহায্যে ঢাকা ও তার সংলগ্ন এলাকার প্রায় ২১ মিলিয়ন মানুষ দূষণের হাত থেকে রেহাই পাবেন। বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্ব ব্যাংকের আধিকারিক দানদান চেনে জানিয়েছেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক বর্জ্য সাফ, গাড়ি থেকে দূষণ পরীক্ষার জন্য আলাদা বেশ কয়েকটি কেন্দ্র তৈরি হবে। পরিবেশ দূষণের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে বাংলাদেশের। তাই ২০১৯ সাল থেকে বাংলাদেশের দূষণের উপর নজর রেখেছে বিশ্ব ব্যাঙ্ক। গোটা বিশ্ব ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণের যে লক্ষ্য রেখেছে তারই অংশ হিসেবে বাংলাদেশে দূষণের মাত্রা কমাতে তৎপর বিশ্ব ব্যাঙ্ক।