পশ্চিমবঙ্গে হাতেখড়ির পরদিনই দিল্লির বাংলা মিডিয়াম স্কুলে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে শুক্রবার দিল্লির ওই স্কুলে পড়াশোনা করতে যাননি রাজ্যপাল। গিয়েছিলেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা শুনতে।
সরস্বতী পুজোর দিনই হাতেখড়ি পর্ব শেষ করেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিল্লিযাত্রা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সকালে দিল্লির চাণক্যপুরীতে বঙ্গ ভবন থেকে বেরিয়ে তিনি পৌঁছন বাংলা মিডিয়াম স্কুল রাইসিনা বঙ্গীয় বিদ্যালয়ে। সেখানেই তিনি প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।রাজধানীতে বাংলা মিডিয়াম স্কুলে গিয়ে রাজ্যপালের পরীক্ষা পে চর্চা শোনা বেশ তাৎপর্যপূর্ণ করছে একাংশ। একদিকে যখন প্রধানমন্ত্রী পড়ুয়াদের মাঝে, তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও ওই অনুষ্ঠানে যোগ দেন বাঙালি পড়ুয়াদের মধ্যে।